শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় চড়-থাপ্পরে নিহত সেই বৃদ্ধ হাসিম উদ্দিনের ঘাতক শাহজাহানকে (৩৫) হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রাজধানী ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে মসজিদ প্রাঙ্গনে শাহজাহানের থাপ্পরে নিহত হন ঐ গ্রামের হাসিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ।
পরদিন নিহতের স্ত্রী মাজেদা খাতুন শাহজাহানকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই দিনের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে ঢাকার ধামরাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন