পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় চাচা শ্বশুর কর্তৃক এক গৃহবধুকে (২২) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে তার চাচা শ্বশুর আব্দুল মন্নাফকে (৫৫) আসামী করে সোমবার দিবাগত রাতে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।
এ ধর্ষনের ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে।
মামলার বিবরণে জানাযায়, উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের মৃত আব্দুল হাই’র ছেলে আব্দুল মন্নাফ তার প্রতিবেশী এক ভাতিজার স্ত্রীর প্রতি দীর্ঘদিন যাবত কু-দৃষ্টি ছিল। প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। এক পর্যায়ে ওই গৃহবধুর স্বামী জীবিকার তাগিদে যখন ঢাকায় চলে যায়; এ সুযোগে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে আব্দুল মন্নাফ ওই গৃহবধুরকে ঘরে একা পেয়ে তাকে জোড়পূর্বক ধর্ষন করে। এ সময় গৃহবধু ও তার এক বছরের শিশু সন্তানের চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুল মন্নাফকে আসামী কওে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে ধষিতাকে ডাক্তারি পরিক্ষা শেষে আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দী রেকর্ড করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্ঠা চলছে।,
একটি মন্তব্য পোস্ট করুন