পূর্বধলায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে পুলিশের পিক-আপ ভ্যান থেকে লুটে নেওয়া দুটি পিস্তল মসজিদ ও নদী থেকে পরিত্যক্ত অবস্থায়শফিকুল আলম শাহীন : বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে পুলিশের পিক-আপ ভ্যান থেকে লুটে নেওয়া দুটি পিস্তল মসজিদ ও নদী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী।
গত শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার সকালে উপজেলার জালশুকা-কুমুদগঞ্জ জামে মসজিদ ও ওই এলাকার সোয়াইনদী থেকে এই দুটি পিস্তল উদ্ধার করে।নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার জানান, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও স্থানীয় জনগণের সহায়তায় পূর্বধলা উপজেলায় দায়িত্বরত সেনাবাহীনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এ.এম.এন আকিবের নেতৃত্বে একটি টিম জালশুকা-কুমুদগঞ্জ জামে মসজিদের এক কোনায় পড়ে থাকা সপিং ব্যাগ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ৯ মিঃমিঃ পিস্তল উদ্ধার করে।,
অপরদিকে আজ শনিবার সকালে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডুবুরি দলের সহায়তায় উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর শ^শান ঘাট সংলগ্ন পালের ঘাট নামক এলাকার সোয়াই নদী থেকে (৯ এম এম তরাস ঞকঞ-৮২০৬০) একটি পিস্তল উদ্ধার করে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নূরুল আলম জানান, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোয়াই নদীতে অস্ত্র থাকার বিষয়টি জানতে পেরে রাতেই সেখানে পুলিশ পাহারা বসানো হয়। এবং সকালে ডুবুরি দলের মাধ্যমে তা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তাদেও লুট হওয়া এখনও চায়না রাইফেলের গুলি ৩২ রাউন্ড, ১৭৭ পিস্তলের গুলি, ১৪ ম্যাগাজিন, `২৮ টিযারস্যাল উদ্ধার করা সম্ভব হয়নি। ,
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুর্বত্তরা শ্যামগঞ্জ মধ্য বাজারে পুলিশের একটি পিক-আপ ভাংচুর করে ১০ টি পিস্তল গুলা বারুদ, টিয়ারসেল, রাইফেলের গুলি লুট করে নিয়ে যায়। লুটের পরপরই পুলিশ ৭ টি পিস্তল ও একটির অংশ বিশেষ উদ্ধার করেছিল। ,'
একটি মন্তব্য পোস্ট করুন