গৌরীপুর পৌর শ্মশান কালি মন্দিরের কমিটি গঠিত
ময়মনসিংহের গৌরীপুর পৌর শ্মশান কালি মন্দির কমিটির ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (২৫ অক্টোবর/২৪) রাতে পৌর শ্মশান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর পৌর শ্মশান কালি মন্দির কমিটির ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (২৫ অক্টোবর/২৪) রাতে পৌর শ্মশান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।,
সম্মেলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর।, সম্মেলনে পদাধিকারবলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা সভাপতি নির্বাচিত হন।শ্মশান কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সহসভাপতি পদে সুশান্ত চন্দ্র রায়, সাধারণ সম্পাদক পদে পিন্টু পাল ও কোষাধ্যক্ষ পদে মানিক ঘোষকে নির্বাচিত করা হয়।,
সম্মেলনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, রাজ রাজেশ^রী মহাদেবী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীরণ চন্দ্র দেবনাথ, কালিখলা বাজার রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, নয়ন সরকার, শ্রীকান্ত সাহা, দিপু চন্দ্র বর্মন, গণেষ ঘোষ, সেন্টু সরকার, অর্জুন মোদক, জীবন ঘোষ প্রমুখ।,
একটি মন্তব্য পোস্ট করুন