নেত্রকোণায় সেনাবাহিনীর অভিযানঃ ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোণার শ্যামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।নেত্রকোণায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মএ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণার শ্যামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
নেত্রকোণায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল নূর ই আহমদ আল শাফী এর নেতৃত্বে একটি টিম সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।,
আর্মির উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া গা ঢাকা দিলেও সেখান থেকে ২৮ কেজি গাঁজাসহ তার দুই সহকারীকে আটক করা হয়।, জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ চল্লিশ হাজার টাকা। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের মো. লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চাঁন মিয়া (৫০)। মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও তার অপর সহকারী তোতা মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।,
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তীতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।,’
একটি মন্তব্য পোস্ট করুন