পূর্বধলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় রেজুয়ানুর রহমান রনি (৪০) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার বিকেলে উপজেলার জারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রেজুয়ানুর রহমান রনি উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দিউপাড়া গ্রামের মৃত জগলুল হক কামাল চেয়ারম্যানের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কন্দর্প বাঁশাটি গ্রামের মো. সাদেক মিয়া বাদী হয়ে ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ তৎসহ ১৪৩/৩২৩ ও ১১৪ দঃবিঃ আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইউপি চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিসহ ১১জনের নাম উল্লেখ করে ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

