{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় অনুষ্ঠিতব্য নেত্রকোনার পূর্বধলায় আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮তম প্রথম

 পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় অনুষ্ঠিতব্য নেত্রকোনার পূর্বধলায় আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮তম প্রথম দিনের কেন্দ্রীয় পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে নেত্রকোনা জেলার পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত জোনে ৪৬টি কেন্দ্রে ইবতেদায়ীইয়্যাহ (৫ম), মুতাওয়াসসিতাহ (৭ম), সানাবিয়া উলইয়া (১০ম) ও ফযিলত (একাদশ) এই চার শ্রেণির ১২হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে।

উপজেলা সদরের পূর্বধলা মিছবাহুল উলুম জুবেদা খাতুন মহিলা মাদরাসার মোহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন বলেন, এবার উপজেলায় সুষ্ঠু, সুন্দর, অনুসরণীয় নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে। চলবে সাড়ে ১২টা পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি (সোমবার) শেষ হবে বেফাকের ৪৮তম এই কেন্দ্রীয় পরীক্ষা। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন