পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
নেত্রকোণার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান সিপিসি-২ (র্যাব-১৪), কিশোরগঞ্জ ক্যাম্প।পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান সিপিসি-২ (র্যাব-১৪), কিশোরগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (১৮ মার্চ ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে এ এস পি জুয়েল চাকমা এ তথ্য নিশ্চিত করেন।এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার জমজম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার বড় বৌমা গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে জসিম উদ্দিন (৪৩), ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিয়ার চর গ্রামের জলিল মিয়ার ছেলে জুয়েল (৩৮)।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জমজম ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটকসহ তাদের ব্যবহৃত ১টি নোহা গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করে।
একটি মন্তব্য পোস্ট করুন