পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (৩২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ ) সকালে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুতুবপুর পালের ঘাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে।পুলিশ জানায়, মোশারফ পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি স্থানীয় ইসবপুর নামক স্থানে একটি ইটভায় শ্রমিকের কাজ করতেন।
সোমবার সকালে তিনি নিজ বাড়ি থেকে পায়ে হেটে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ইটভাটায় যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এসময় কোনো একটি দ্রæতগামী যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খান বলেন- খবর পেয়ে দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই অজ্ঞাত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

