এই মাত্র পাওয়া

LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

পূর্বধলায় নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নজরুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান আসামী মানিক মিয়া আকন্দকে (৩২) গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকালে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া আকন্দ পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মো. মালেক আকন্দ এর ছেলে। অপরদিকে নিহত নজরুল একই গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

পুলিশ জানায়, নজরুল ইসলাম তার বাড়ির পাশে একটি মুদি ও চা-য়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তার দোকান থেকে বাকিতে পণ্য কেনেন তারই ফুফাতো ভাই মানিক মিয়া। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা দুইশত টাকা পরিশোধ করেননি মানিক।

গত ৭ জানুয়ারি সকালে মানিক নজরুলের দোকানে আসলে পাওনা ২শ’টাকার জন্য তাগাদা দেন। এ সময় দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে মানিক বাড়ি ফিরে যান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে নজরুল স্থানীয় স্টেশন বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই ওৎ পেতে থাকা মানিক লাঠি দিয়ে নজরুলকে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নজরুল মারা যায়।

এঘটনায় ৯ ফেব্রুয়ারি নিহত নজরুলের স্ত্রী রুপা আক্তার বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান,ঘটনার পর মানিক মিয়া আকন্দ আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অবশেষে প্রায় দুই মাস পর গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার উপ-পরিদর্শক( এসআই) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জিএমপি গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার হিন্দু বাড়ি মোড় এলাকা থেকে গাছা থানা পুলিশের সহায়তায় মানিক মিয়া আকন্দকে গ্রেপ্তার করে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও