পূর্বধলায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণায় পূর্বধলায় আজ সোমবার বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।,
সকাল ৯টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে বৈশাখের শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে এক মনোঙ্গ সাংস্কৃতিক, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়।,
পরে আবহমান বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে দেশীয় লোকজ ক্রীড়া হাডুডু ও রশিটান প্রতিযোগিতার আয়োজন করা হয়।,
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির হাবিব, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ।,এই পোস্টটি শেয়ার করুন


