পূর্বধলায় যুবকের লাশ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলায় আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সারোয়ার হোসেন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সারোয়ার হোসেন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সারোয়ার হোসেন উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, সারোয়ার হোসেন কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে তিনি সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন