{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিম উদ্দিন (৪৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের প

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিম উদ্দিন (৪৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিম উদ্দিন ওই গ্রামের  আকবর আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, হাসিম উদ্দিন রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার পর চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।


একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন