নিউজিল্যান্ডের বিখ্যাত সাময়িকী ‘ওয়ালিংটন ম্যাগাজিন’-এ স্থান পেলেন এস আই হাবিবুর রহমান
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তার এই স্বীকৃতি নিঃসন্দেহে দেশবাসীর জন্য গর্বের। সংশ্লিষ্টদের মতে, এস আই হাবিবুর রহমানেরশফিকুল আলম শাহীন: নিউজিল্যান্ডের বহুল প্রচারিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকী ওয়ালিংটন ম্যাগাজিনে সম্প্রতি বাংলাদেশসহ বিভিন্ন দেশের অগ্রগামী, মানবিক ও দৃষ্টান্ত স্থাপনকারী বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই সম্মানজনক সংখ্যায় বাংলাদেশের গর্ব হিসেবে স্থান পেয়েছেন নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান।
ওয়ালিংটন নিউজ মিডিয়ার উদ্যোগে প্রকাশিত এই প্রতিবেদনে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বদের পেশাগত সততা, নৈতিক নেতৃত্ব ও মানবিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে এই সংখ্যায় সেনাপ্রধান, র্যাব প্রধান, ডিএমপি প্রধান, অ্যাটর্নি জেনারেলসহ প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা, রোজিনা, পপি, আমীন খান, এসপি জান্নাত, ডিসি জাহিদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, ছাত্রদল সভাপতি রাকিবসহ আরও অনেক কৃতীজন।এস আই হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা আনিছুর রহমান। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (পাস) সম্পন্ন করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক।
তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সততা, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। চলতি বছরের ২৩ জানুয়ারি তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় যোগদান করেন। যোগদানের পর অল্প সময়ের মধ্যেই তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তাঁর নেতৃত্ব ও পেশাদার অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে ১৫ থেকে ২০ জন নিখোঁজ ও অপহরণ ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যে নেত্রকোনা জেলা পুলিশ সুপার কর্তৃক তিনবার ‘শ্রেষ্ঠ এস আই’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ওয়ালিংটন ম্যাগাজিনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর কার্যকর ভূমিকা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
ওয়ালিংটন ম্যাগাজিনের এই বিশেষ সংখ্যা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ম্যাগাজিনটির এশিয়া প্রধান লারা কুস্তা, প্রকল্প প্রধান সুনন্দা চক্রবর্তী, আন্তর্জাতিক রিপোর্টার ও বাংলাদেশের মুখপাত্র সালমান শতাব্দী, সঙ্গীতা আরোরা, রাহিমা গুলজার ও অজিত মালাকারসহ সংশ্লিষ্ট সকলেই।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তার এই স্বীকৃতি নিঃসন্দেহে দেশবাসীর জন্য গর্বের। সংশ্লিষ্টদের মতে, এস আই হাবিবুর রহমানের এই অর্জন নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।


একটি মন্তব্য পোস্ট করুন