ধর্মীয় অনুভূতিতে আঘাত ! সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ধর্মীয় অনুভূতিতে আঘাত ! সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা

ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে এমন কবিতা লেখার দায়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় মহিলা সংস্থার সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মনি কর্মকার সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেছেন।

আজ ২৫ এপ্রিল (শনিবার) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন  ।

সংবাদ সম্মেলনে মনি কর্মকার তার লিখিত বক্তব্যে দাবী করেন জাতির এই সংকটময় মূহুর্তে যেসব ব্যাক্তি চাল কেলেংকারীর সাথে জড়িত মূলত তাদের উদ্দেশ্যেই তিনি একটি কবিতা লিখেন। যাতে সকল ধর্মের যারা অন্যায় কাজে লিপ্ত তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছিল। অতপর তার ফেসবুক আইডি হ্যাক করে শুধুমাত্র মুসলিম ভাইদের আঘাত করে এমন শব্দ রেখে লিখাটি বিকৃত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে একটি চক্র। ঘটনাটির সাথে তিনি প্রকৃতপক্ষে জড়িত নন। এমনকি অদ্যাবধি তিনি তার হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করতে পারেননি।

মনি কর্মকার তার আইডি কেন্দ্র করে এমন অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং উদ্ভোত পরিস্খিতির জন্য অনুতপ্ত হন। তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পূর্বধলা, দেশ তথা সমগ্র মুসলিম ভাই-বোনদের প্রতি উদ্ভোত পরিস্থিতির অবসানকল্পে বিষয়টি সহানূভূতির দৃষ্টিতে বিবেচনায় নেয়ার অনুরোধ করেন। 

উল্লেখ্য গত ১৪ এপ্রিল  একটি ফেসবুক পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পোষ্টটিতে করোনা পরিস্থিতিতে সরকারি চাল চুরি নিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি কটাক্ষ থাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যার জন্য ক্ষুব্ধ হয়ে পূর্বধলা থানায় মনি কর্মকারের বিরুদ্ধে জনৈক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো: শফিকুজ্জামান শফিক, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন প্রমুখ।

কোন মন্তব্য নেই: