ভূঞাপুরে বিভিন্ন দাবিতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

ভূঞাপুরে বিভিন্ন দাবিতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ


মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গণপরিবহন শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রাখে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভূঞাপুর বাস স্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে তারা এই অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
গণপরিবহন শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়ে। অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকার ফলে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে।

বাস চালক লাবলু জানান, সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি শ্রমিকরা। তবে স্থানীয় সংসদ সদস্য একটি প্যাকেটে দিয়েছিলেন। যার মধ্যে চাল, ডাল ও আলু ছিল। এছাড়া অামরা অার অন্য কোন সহযোগীতা পায়নি।

গণপরিবহন শ্রমিক শরিফ জানান, সব যানবাহন চলছে। শুধু মাত্র বাস চলাচলে ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব কারণে বাস শ্রমিকরা বাস ষ্ট্যান্ড এলাকায় রশি বেঁধে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ আসলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

কোন মন্তব্য নেই: