ভূঞাপুরে ওয়েলডিং কর্মচারী করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ৬

জানা যায়, আক্রান্ত ব্যক্তি গাজীপুরের সফিপুরে একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করতো। ১৫ দিন আগে শ্বাস কষ্ট নিয়ে বাড়ী ফিরে আসে।
অাক্রান্ত ব্যক্তি নিজেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিলে সেখানেও করোনা উপসর্গ পাওয়া যায়নি। পরবর্তীতে আবার গত ২৫ এপ্রিল সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করালে মঙ্গলবার রাতে করোনার জীবাণু পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ তিনি এ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্ত লোকটি তার বাড়িতে প্রশাসনের সহায়তায় হোম কোয়ারেন্টিনে আছেন। তার বাড়ীসহ আশে পাশের আরও ৪ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন