
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত বুলবুল মীর ওই এলাকার চলিতডহর গ্রামের সুরুজ আলী মীরের ছেলে ও ইলিয়াস ওই গ্রামের জাফর মিয়ার ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ এর এএসপি যোনায়ীদ আহ্রাদ জানান,বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল হোগলা বাজারে অভিযান চালিয়ে ৪শ’১০পিস ইয়াবা, দুইটি ছুরি ও একটি চাপাতিসহ তাদেরকে আটক করে।
তিনি আরও জানান, আটককৃত বুলবুল মীর দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা ও মারামারিসহ মোট দশটি মামলা রয়েছে।
এ ব্যাপারে র্যাবের পুলিশ পরিদর্শক আরিফ মাহমুদ বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অস্ত্র মামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন