{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় করোনার লক্ষণ নিয়ে নারীর মৃত্যু

শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলায় আজ রোববার (৫ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে নূরুন্নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 
নিহত নূরুন্নাহার উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদার পাড়া গ্রামের রকিব মিয়ার স্ত্রী।
স্থানীয়  ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন জানান, গত দুদিন ধরে ওই নারীর হালকা জ্বর ও কাশি ছিল। হঠাৎ করে শনিবার থেকে শ্বাসকষ্টসহ পাতলা পায়খানা শুরু হয়। এ অবস্থায় রোববার  ভোর রাত ৪টার দিকে সে তার নিজ বাড়িতে মারাযায়। 
তার মৃত্যুর খবরে এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিহতের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করে রাখে।
স্থানীয়রা জানান, ওই মহিলা নিঃসন্তান ছিলেন। তার স্বামী ও একটি পালিত কন্যাসহ বাড়িতেই বসবাস করতেন। 
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম জানান, মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করতে চার সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। 
নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন