ভূঞাপুরে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

ভূঞাপুরে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ১৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় গোবিন্দাসী ইউনিয়নে়র ঘরমুখী কর্মহীন, গরীব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, আলু ও মিষ্টি কুমড়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল, মজনু মিয়া, দুলাল হোসেন, শহিদুল ইসলাম, হেলেনা বেগম,পরিষদের হিসাব সহকারী মোঃ আরিফুল ইসলাম আরিফ, শরিফ হোসেন প্রমুখ।



ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু জানান, জাতীয় এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি আমাদের বিত্তবানদের যে যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া দরকার। আজ সরকারের বরাদ্দকৃত তহবিল থেকে কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য কর্মহীন হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই: