আসাদুজ্জামান খান সোহাগ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ সারা দেশের ইরি-বোর মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার আটপাড়ায় আজ সোমবার সকালে গনেশের হাওওে কৃষকের ধান কেটে দিলেন স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ, অফিসার ইনচার্জ মো: আলী হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদি হাসান মৃধা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, জেলা পরিষদ সদস্য সুমন খান, জেলা আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল কাইয়ুম রোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, এম. জুবেদ আলী, হাজী মোজাম্মেল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক স¤পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর খান, সাংগঠনিক ও দুওজ ইউ.পি চেয়ারম্যান মো: আব্দুস সেলিম মনি, জহিরুল ইসলাম খান সামরোজ, প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, যুবলীগ সভাপতি মো: নিজাম ইয়ার খান, সম্পাদক মো: রোকন-উ-জ্জামান রোকন, সহ-সভাপতি গাজী মাজহারুল ইসলাম খান সুজন, যুগ্ম সম্পাদক মো: আরমান কবীর নিলয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহŸায়ক ও এম.পি প্রতিনিধি মো: গোলাম মোস্তফা জিকু, প্রতিনিধি শ্রমিকলীগ সভাপতি অমল কুমার দত্ত, সম্পাদক খাইরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রফিকুল ইসলাম শাহীন, সম্পাদক মো: কবীর তালুকদার, তাঁতী লীগ সভপতি টি.এম. জয়নাল আবেদীন, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস, সম্পাদক তানভীর আহমেদসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমূখ। ধান কাটা অনুষ্ঠান শেষে আটপাড়া বঙ্গবন্ধু চত্বরে সকল স্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সাংসদ অসীম কুমার উকিল বলেন, দুর্যোগকালীন সময়ে কৃষকের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করার পরামর্শ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন