{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দুর্গাপুরে পুলিশের আইসোলেশন সেন্টার স্থাপিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুরে করোনা ইস্যুতে জানমালের নিরাপত্তাসহ পুরো এলাকা প্রতিনিয়ত মনিটরিং করছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও দুর্গাপুরে পুলিশদের নিরাপত্তায় ‘‘হোটেল সোমেশ্বরী লাক্সারিয়াস’’ টি প্রদান করলেন বিশিষ্ট ব্যবসায়ি আলাল উদ্দিন আলাল। শনিবার বিকেলে এই হোটেল হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী এর নির্দেশনায় দুর্গাপুরে কর্মরত পুলিশ প্রশাসনে সদস্যগন যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে শুধু তাদের জন্য এই হোটেল আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত দুর্গাপুর উপজেলায় করোনা আক্রান্তের কোন রোগী পাওয়া যায়নি।

ব্যবসায়ী আলাল বলেন রোববার সকালে সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে করোনা ইস্যুতে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে দুর্গাপুরের পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। তাদের নিরাপত্তার কথা ভেবে আমার হোটেল ছেড়ে দিয়েছি। পরবর্তিতে এ ধরনের সহায়তার জন্য তিনি কাজ করে যাবেন বলে জানান। ইতোমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের গৃহবন্ধি মানুষদের প্রতিটি ঘরে ঘরে খাদ্য সহায়তা করা হয়েছে।  

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন