ভূঞাপুরে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

ভূঞাপুরে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩ হাজার ২’শ ৪০ জন অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, নিকরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ।

এছাড়াও, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসহায়-হতদরিদ্র ৬৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কুমার পাল, ডা. ওমর ফারুক ও ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামানিক প্রমুখ।

কোন মন্তব্য নেই: