ভয়াল ১৩ মে ২৪ বছরেও ভুলতে পারেনি টাঙ্গাইলবাসী - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১২ মে, ২০২০

ভয়াল ১৩ মে ২৪ বছরেও ভুলতে পারেনি টাঙ্গাইলবাসী

রাইসুল ইসলাম লিটন,টাঙ্গাইল:  ১৩ মে ভয়াল টর্নেডো দিবস। দেখতে দেখতে পা দিল ২৪ বছরে অর্থাৎ দুই যুগে। ১৯৯৬ সালের এই দিনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা রামপুর,কুকরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যায় ভয়াল টর্নেডো। পাঁচ মিনিট কয়েক সেকেন্ডে রামপুর, কুকরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ দানব কেড়ে নেয় ৭৭টি তাজা প্রান।আহত হয় ৪ শতাধিক মানুষ। পঙ্গুত্ব বরণ করে আজও বেঁচে আছে এ এলাকার অসংখ্য মানুষ। ওই টর্নেডোতে ক্ষয় ক্ষতির পরিমান দাড়িয়েছিল ১৫ কোটি টাকার উপরে।টর্নেডোর পরবর্তী সময়ে পাশ্ববর্তী এলাকার লোকজনের সহায়তায়,সেনাবাহিনীর, সরকারি বেসরকারি একাধিক মেডিকেল টিম,দেশ বিদেশের দাতা সংস্থা ও সেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহায়তায় বেঁচে যায় অনেকের প্রাণ।
এর পর পরিদর্শনে আসেন তৎকালিন তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও  বিচারপতি হাবিবুর রহমান,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।এর পর থেকে প্রতি বছর রামপুর,কুকরাইলবাসী ভয়াল টর্নেডো দিবস পালান করে থাকে।তারই অংশ হিসেবে ১৩ মে পালন উপলক্ষে কোরআনখানি,মিলাদ মাহফিল,কাঙ্গালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এছাড়াও মির্জাপুর, ঘাটাইল, গোপালপুর,বাসাইল ও সখিপুর উপজেলার ৫২৩ জন নারী-পুরুষ নিহত হয়। আহত হয় ৩০ হাজার। ৮৫ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থহয়, ৮৫টি বিভিন্ন প্রতিষ্ঠান,১৭টি মসজিদ ও ১৪টি মন্দির ভেঙ্গে লন্ডভন্ড হয়।

কোন মন্তব্য নেই: