{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

মদনে দুই পোশাক শ্রমিকের করোনা সনাক্ত

মোতাহার আলম চৌধুরী ,মদন (নেত্রকোনা) প্রতিনিধি ঃনেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) ঢাকা থেকে আসা সোনালী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইমন (৩৫) ও চট্রগ্রাম থেকে আসা বাউশা গ্রামের নূরু মিয়ার ছেলে সুহেল (২৫) নামের দুই পোশাক দ্বিতীয় বারের মতো  আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায়   গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল  হাসান চৌধুরী টিপু ও তাদের পরিবারের সদস্যরা এ আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। এ নিয়ে মদন উপজেলায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। 
স্বাস্থ্য প্রশাসন  ডাক্তার ফখরুল  হাসান চৌধুরী টিপু জানান,তাদের শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে  এবং তাদের বাড়ি লকডাইন করা হয়েছে।   

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন