ভূঞাপুরে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩ হাজার শাড়ি-লুঙ্গী বিতরণ
মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সেচ্ছাসেবী সংগঠন আলহাজ্ব হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে যাকাত থেকে ৩ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে পৌর এলাকার ঘাটান্দী আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির ভারপ্রাপ্ত সহ-সভাপতি খন্দকার সুরুজ আলম, কোষাধক্ষ্য খন্দকার হাসান আলী, আশরাফ আলী তালুকদার, লোকমান ফকির মহিলা কলেজের প্রভাষক আব্দুল বাসিত, সাবেক পৌর কাউন্সিলর আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উপদেষ্টা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এর নিজস্ব অর্থায়নে এলাকার মাদ্রাসা ও মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাঝে বিশেষ অনুদান হিসেবে নগদ ৩ লাখ টাকা বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন