নেত্রকোনায় আটককৃত সেই ভারতীয় গরু নিলামে বিক্রি
নেত্রকোনায় বিজিবি কর্তৃক আটককৃত ৩৫টি ভারতীয় গরু বৃহস্পতিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষের তত্ত্ববধানে বিজিবি ক্যাম্পের সামনে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
নিলাম পরিচালনা করেন নেত্রকোনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট-এর সহকারী কমিশনার মনোয়ারা খাতুন।এ সময় উপস্থিত ছিলেন ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মোঃ ইজাজুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, নেত্রকোনা মডেল থানার এস আই মোঃ সাদেকুজ্জামান ভূঁইয়া ও বিজিবি’র সুবেদার মেজর মোঃ বিল্লাল হোসেন।
উন্মুক্ত নিলামে আটককৃত ৩৫টি গরু ৯ লক্ষ ৬৫ হাজার ৯ শত ৯৯ টাকায় বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ন ও কলমাকান্দা থানা পুলিশ গত ২রা নভেম্বর সন্ধ্যায় লেঙ্গুরা ইউনিয়নের পাঁচগাও হাজংপাড়া নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত এ সব ভারতীয় গরু আটক করেছিল।
একটি মন্তব্য পোস্ট করুন