{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

শেরপুরে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

তপু সরকার হারুন,শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর একটি বাসা থেকে নাজমূল হাসান (২৬) নামের এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কাচারিপাড়া এলাকার জনৈক শফিউল আলম খোকনের বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয় ।

নিহত নাজমূল হাসান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রুহিলি গ্রামের ছামিউল হকের ছেলে ও  তিনি নালিতাবাড়ী সদরের   শাহীন স্কুলের শিক্ষক ছিলেন ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নাজমূল হাসান কাচারিপাড়া এলাকার  শফিউল আলম খোকনের বাসার একটি কক্ষে ভাড়ায় থাকতেন ও সেখানে তিনি একাই বসবাস করতেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নাজমুল তার কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে নাজমূলের ছাত্র/ছাত্রীরা প্রাইভেট পড়তে এসে ওই ঘরের দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে নাজমূলের সহকর্মী একই স্কুলের শিক্ষক ও পাশের ঘরের ভাড়াটিয়া শামীম মিয়া নাজমূলের মোবাইল ফোনে কল দিয়েও কোন সারা পায়নি। 

এমতাবস্থায় জানালা দিয়ে দেখে নাজমূল তার বিছানায় শুয়ে আছেন। একপর্যায়ে বাড়ির মালিক খোকন মিয়া থানা পুলিশকে ফোনে ঘটনাটি জানালে পুলিশ ঘরের বন্ধ দরজা খুলে নাজমূলের নিথর দেহ বিছানায় থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানাযায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন