জাফিরুল ইসলাম হরিণাকুন্ডু প্রতিনিধি ঝিনাইদহঃ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে‘ক্রাশ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রাধান প্রাধন সড়ক প্রদক্ষিণ শেষে হরিণাকুÐু একতারা মোড়ে জনসচেতনতামূলক আলোচনা সভার মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা,উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর চোয়ারম্যান,স্বাস্থ্য কর্মকর্তা আরএমও আশরাফুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা,প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু,প্রমূখ।
আলোচনা শেষে স্বাস্থ্য বিধি মেনে চলাচল,মাস্ক পরা বাধ্যতামুলক করে সচেতনতামুলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। পরে শহরে একতারা মোড়,উপজেলা মোড়সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদের জরিমানা করে মাস্ক দেওয়া হয়।
দিসব্যাপি সাংস্কৃতি সংগীত,মাইকিংসহ নানা আয়োজনের মধ্যেদিয়ে কর্মসূচি শেষ হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ও পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন