নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরে মাস্ক বিতরণ
এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ঃ ‘নো মাস্ক নো সার্ভিস’ এই শ্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে সদর ট্রাফিক অফিসের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে জেলা শহরের হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় পরিবহন সেক্টরে মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
বাস, ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলামিন হোসাইন, বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, ট্রাফিক ইন্সপেক্টর আবু ছালেহ্ মোহাম্মদ জহির, টি আই হাসান, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলীসহ অন্যান্য অফিসার ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন