দুর্গাপুরে ৮ বছর পর এমপি জালাল তালুকদার হত্যার জট খুলছে - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

দুর্গাপুরে ৮ বছর পর এমপি জালাল তালুকদার হত্যার জট খুলছে

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা):  নেত্রকোনা জেলার দুর্গাপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন দীর্ঘ ৮ বছর পর প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ প্রতিবেদন প্রকাশ করেন।

মামলার প্রতিবেদন সুত্রে জানাগেছে, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধাপে এই হত্যা কান্ডের প্রতিবেদন প্রকাশ করলেও পরবর্তিতে প্রকাশিত প্রতিবেদনে আপত্তি থাকায় সর্বশেষ দুর্গাপুর সিনিয়র জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত শেষে জালাল উদ্দিন তালুকদারের দ্বিতীয় স্ত্রী আয়েশা খাতুন কে দোষী স্যবাস্ত করে এ প্রতিবেদন প্রকাশ করেন। 

প্রকাশিত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী মরহুমের পুত্র শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

 এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা রহিত মিয়া, সুরুজ আলী, আব্দুল খালেক, ফজলুল হক, আব্দুল বারেক, মো. আল আমিন প্রমুখ। 

উল্লেখ্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর নিজ শয়ন কক্ষে পিস্তলের গুলিতে খুন হয়েছিলেন।


কোন মন্তব্য নেই: