পূর্বধলায় ৩শ’৫৯ ভোট পেয়ে রেকর্ড গড়লেন নৌকার প্রার্থী
শফিকুল আলম শাহীন: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সবচেয়ে কমভোট পেয়ে জামানত হারিয়ে আলোচনায় এসেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পূর্বধলা সদর ইউনিয়নের মো. আব্দুল কাদির।
তিনি উক্ত নির্বাচনে ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট ৩শ’৫৯ ভোট পেয়ে মোটরসাইকেল প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন । মোটরসাইকেল প্রার্থী মো. সিদ্দিকুর রহমান বুলবুল ওই ইউনিয়নে ৬হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট পাননি পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির। ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ইউনিয়নের বাসিন্দারা বলেছেন, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোটে হেরেছেন নৌকার প্রার্থী। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নৌকার পক্ষে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল কঠোর অবস্থানে।
নির্বাচনে হেরে যাওয়ার কারণ হিসেবে দলীয় নেতাকর্মীদের দুষলেন নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির। তিনি এ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে রেকর্ড গড়লেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পূর্বধলা ইউনিয়নের ২৬ হাজার ৬শ’৩০ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর মধ্যে মোটরসাইকেল প্রার্থী (স্বতন্ত্র) মো. সিদ্দিকুর রহমান বুলবুল ৬হাজার ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল করিম তুষার অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শ’৩২ ভোট।
উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থীসহ ৪ জন জামানত হারিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ওই ইউনিয়নের প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী পূর্বধলা ইউপিতে ২হাজার ১শ’৪০.১২৫ ভোটের নিচে যারা পেয়েছেন, তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে এ উপজেলায় ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮টিতে স্বতন্ত্র ও ২টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
পূর্বধলা উপজেলায় গোহালাকান্দা ইউপিতে মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র), হোগলা ইউপিতে মো. সিরাজুল ইসলাম আকন্দ (স্বতন্ত্র), ঘাগরা ইউপিতে এ কে এম মাজাহারুল ইসলাম (স্বতন্ত্র), বিশকাকুনি ইউপিতে আল আমিন (স্বতন্ত্র), বৈরাটি ইউপিতে মুহাম্মদ অনিছুজ্জামান তালুকদার (স্বতন্ত্র), আগিয়া ইউপিতে মো. সানোয়ার হোসেন চৌধুরী (স্বতন্ত্র), জারিয়া ইউপিতে মো. আমিনুল ইসলাম মন্ডল নান্টু (স্বতন্ত্র), পূর্বধলা ইউপিতে মো. সিদ্দিকুর রহমান বুলবুল (স্বতন্ত্র), খলিশাউড়া ইউপিতে কমল কৃষ্ণ সরকার (নৌকা) ও নারান্দিয়া ইউপিতে মো. আব্দুল কুদ্দুস (নৌকা)।
একটি মন্তব্য পোস্ট করুন