এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় আনসার ব্যাটালিয়নের উদ্যোগে পতাকা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে এই পতাকা র্যালির আয়োজন করে।
এ উপলক্ষে ৬ আনাসার ব্যাটালিয়ন ও জেলা আনসার কমান্ড্যান্ট নেত্রকোনায় পৃথক পৃথক পতাকা র্যালি বের করে।
`পতাকা র্যালির নেতৃত্ব দেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ আছলাম শিকদার ও নেত্রকোনা আনসার কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ। এ সময় বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন