তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাদা মাটির খনি, নান্দনিক পাহাড় ও সমতল ভূমির মিলনমেলা বিজয়পুরের পর্যটন এলাকায় বেড়াতে আসা পর্যটকদের সম্মানে ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে নানা আয়োজনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অর্থায়নে এ ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়।
পর্যটন এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্মত এ ওয়াশ ব্লকের উদ্বোধন করেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্যটন করপোরেশনের মহা-ব্যবস্থাপক জাকির হোসেন সিকদার, উপ-সচিব মাহমুদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
‘উল্লেখ্য: দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী পর্যটন এলাকায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াশ ব্লক নির্মাণে পর্যটন এলাকায় বেড়াতে আসা শুধু পর্যটকগনই নয় অত্র অঞ্চলের শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন