{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দুর্গাপুরে পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ওয়াশ ব্লক উদ্বোধন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাদা মাটির খনি, নান্দনিক পাহাড় ও সমতল ভূমির মিলনমেলা বিজয়পুরের পর্যটন এলাকায় বেড়াতে আসা পর্যটকদের সম্মানে ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে নানা আয়োজনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অর্থায়নে এ ওয়াশ ব্লক উদ্বোধন করা   হয়।

পর্যটন এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্মত এ ওয়াশ ব্লকের উদ্বোধন করেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্যটন করপোরেশনের মহা-ব্যবস্থাপক জাকির হোসেন সিকদার, উপ-সচিব মাহমুদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

‘উল্লেখ্য: দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী পর্যটন এলাকায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াশ ব্লক নির্মাণে পর্যটন এলাকায় বেড়াতে আসা শুধু পর্যটকগনই নয় অত্র অঞ্চলের শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন