নেত্রকোণায় বিজিবি'র অভিযানে ১৩ ভারতীয় গরু আটক - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নেত্রকোণায় বিজিবি'র অভিযানে ১৩ ভারতীয় গরু আটক

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোণা: বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন নেত্রকোণা (৩১বিজিবি)  অভিযান চালিয়ে ৮ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গরু আটক করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া শনিবার দুপুরে গণমাধ্যম কর্মিদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ শনিবার ২০ নভেম্বর ভোর ৪টার দিকে কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।

তথ্যানুযায়ী ভারত হতে চোরাকারবারীরা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। এ অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল হতে বিজিবির টহল দল ভারতীয় ১৩ টি গরু আটক করে।

‘আটককৃত ভারতীয় ১৩টি গরুর সর্বমোট সিজার মূল্য ৮ লক্ষ ৪৫ হাজার টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: