শাহজাহান কবির, গৌরীপুরে (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে আজ বুধবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের হল রুমে পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ৪হাজার ৫ শ’৮০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিকেআইবির সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় কৃষি অফিসার লুৎফুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন