দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় ১৫০টি পরিবার। সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এলাকার সাধারণ মানুষদের হাতে বুধবার বিকেলে মানবিক সহায়তা হিসেবে এ খাবার তুলে দেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব-উল-আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনাসহ নানা কারনে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসনের অনলাইনে আরও আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের মধ্যে খাদ্য পৌঁছে দেয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন