সরিষাবাড়ীতে সমবায় দিবস পালিত
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সকালে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের করে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা করেন।
সরিষাবাড়ী ইউএনও উপমা ফারিসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, টাউন বণিক সমবায় সমিতির সম্পাদক মন্জুরুল ইসলাম বিদ্যুৎ, রামচন্দ্রখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন