তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সমিতির সদস্যদের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে উপজেলা তথ্য আপা জান্নাত আরা পপি‘র এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।
অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, কো-অপারেটিভ সমিতির সভাপতি সুজিত দ্রং প্রমুখ।
ইউএনও রাজীব বলেন, স্বাধীনতার ৫০বছরে স্বনির্ভরতার মাধ্যমে যুব-সমাজকে এগিয়ে নিয়ে আমাদের নতুন সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। সমবায়ের মাধ্যমে শুধু পুরুষদের নিয়ে কাজ না করে আমাদের নারী শক্তিকে কাজে লাগাতে হবে। `দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপদিতে হলে নারীদের নানা প্রশিক্ষণ দিয়ে কর্মমুখি শিক্ষায় শিক্ষিত করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। '
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন