{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

নেত্রকোনায় পিতা-পুত্রের মরদেহ উদ্ধার

একেএম আব্দুল্লাহ নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় একটি চারতলা ভবনের ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সকালে কাইয়ুম সরদার (৩২) ও তার ২২ মাস বয়সী শিশু পুত্র শাকিলের মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

স্থানীয়রা জানায়, কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালের খা গ্রামের আক্কাস সরদারের ছেলে আব্দুল কাইয়ূম। তিনি নেত্রকোনায় ঔষধ প্রশাসনে চাকরি করার সুবাধে স্ত্রী-সন্তানসহ শহরের নাগড়া এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করতেন ।

আবদুল কাইয়ূমের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্মৃতি সড়কের রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় প্রায় সাত বছর ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে রাত ১টার দিকে তারা একই কক্ষে ঘুমিয়ে পড়েন।

পরে ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে পাশের রুমে স্বামী কাইয়ুম সরদার (৩২) ও ২২ মাস বয়সী শিশু পুত্র শাকিলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে তাদের মরদেহ নামানোর পর বিষয়টি তিনি এলাকাবাসীকে জানান। ঘটনা শুনে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, ময়না তদন্তের জন্য দু’জনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাইয়ুম সরদারের স্ত্রী সালমা আক্তারকে (২২) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন