একেএম আব্দুল্লাহ নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় একটি চারতলা ভবনের ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সকালে কাইয়ুম সরদার (৩২) ও তার ২২ মাস বয়সী শিশু পুত্র শাকিলের মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
স্থানীয়রা জানায়, কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালের খা গ্রামের আক্কাস সরদারের ছেলে আব্দুল কাইয়ূম। তিনি নেত্রকোনায় ঔষধ প্রশাসনে চাকরি করার সুবাধে স্ত্রী-সন্তানসহ শহরের নাগড়া এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করতেন ।
আবদুল কাইয়ূমের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্মৃতি সড়কের রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় প্রায় সাত বছর ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে রাত ১টার দিকে তারা একই কক্ষে ঘুমিয়ে পড়েন।
পরে ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে পাশের রুমে স্বামী কাইয়ুম সরদার (৩২) ও ২২ মাস বয়সী শিশু পুত্র শাকিলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে তাদের মরদেহ নামানোর পর বিষয়টি তিনি এলাকাবাসীকে জানান। ঘটনা শুনে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, ময়না তদন্তের জন্য দু’জনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাইয়ুম সরদারের স্ত্রী সালমা আক্তারকে (২২) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন