{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আবহমান কাল ধরে বাংলা অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি নবান্ন উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে `নবান্ন' উৎসব। সোমবার বিকেলে পিঠা উৎসব, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় ‘‘এসো মিলি সবে - নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুর্শিদা আক্তার প্রভাষক সরকারি আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহবুবুর আলম, হিসাবরক্ষন কর্মকর্তা মো. নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমি সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক বিরেশ্বর চক্রবর্ত্তী প্রমুখ।

`বক্তারা বলেন, বাঙ্গালীর নানা ঐতিহ্যের মাধ্যমেই ফুটে উঠে বাংলা সংস্কৃতি। আবহমান কাল থেকেই পালিত হচ্ছে বাঙ্গালীর নানা উৎসব এর মধ্যে নবান্ন উৎসব অন্যতম। বর্তমান করোনা প্রেক্ষাপটে এ উৎসব পালনে সমস্যা থাকলেও বাঙ্গালী ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। পরিশেষে একাডেমির শিল্পীগন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।'

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন