কাজল তালুকদার, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবদুর রাজ্জাকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, প্রমুখ।
‘এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।’
একটি মন্তব্য পোস্ট করুন