মেহেদী হাসান বাবর, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় শ্রী শ্রী রাধাগোবীন্দ মন্দিরের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ‘প্রয়াত পীযূষ কান্তি চৌধুরী অরফে মানিক চৌধুরীর’ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল, সনাতন ধর্মের শিশু শিক্ষার্থী ও পুরোহিতদের মাঝে ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাক বিকাশ রঞ্জন চৌধুরী ভানু।
‘এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের পক্ষ থেকে পীযূষ কান্তি চৌধুরী অরফে মানিক চৌধুরীর ছেলে দেবাশীষ চৌধুরী মিটুর হাতে মৃত্যু স্মরণীকা তুলে দেন।’
স্মরণ সভায় সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম পিকে, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক যতিন্দ্র চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু মহাজোটের উপজেলা শাখার সভাপতি সুশীল চন্দ্র সরকার ও আয়োজক সংগঠনের সদস্য দীপক চন্দ্র সরকার।
এ সময় অসহায় দরিদ্র ২৫ জন শীতার্তদের মাঝে কম্বল, সনাতন ধর্মের ৪০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে বই ও ১০ জন পুরোহিতের মাঝে পবিত্র গীতা বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন