ওয়েব হোয়াটসঅ্যাপে লগ-ইন করা যাবে ফোন ছাড়াই - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ওয়েব হোয়াটসঅ্যাপে লগ-ইন করা যাবে ফোন ছাড়াই

পূর্বকন্ঠ ডেস্ক: হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ-ইন করতে পারবেন এখন খুব সহজেই । ব্যবহারকারীরা লগ-ইনের জন্য এখন আর ফোন কানেক্ট থাকা লাগবে না। বহুল এই প্রতীক্ষিত এ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আগে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে অর্থাৎ ওয়েব হোয়াটসঅ্যাপে লগ-ইন করতে হলে সবসময় ফোনের প্রয়োজন হতো। ফোন কানেক্ট না করলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যেত না। কিন্তু মাল্টি ডিভাইস ফিচারের বিটা প্রোগ্রাম লঞ্চ হওয়ায় এ ঝামেলা আর নেই। এখন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালাতে হলে আর ফোনের প্রয়োজন হবে না।


মাল্টি ডিভাইস কানেকশন ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি শিগগির উন্মুক্ত করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়েবেটাইনফো।


নতুন এই ফিচারের ফলে কম্পিউটারে স্কাইপে বা ফেসবুক মেসেঞ্জারের মতোই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। আগের মতো মোবাইল কানেক্টেড থাকা লাগবে না। এর ফলে মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলে, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে কিংবা ফোন ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।


‘মাল্টি ডিভাইস ফিচারের সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ডিভাইসে লগ-ইন করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একই সঙ্গে একাধিক (চারটি) ডিভাইসে লগ-ইন থাকা যাবে। একটি ডিভাইসে লগ-আউট করে পরবর্তী ডিভাইসে লগ-ইন করা লাগবে না। ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ পদ্ধতিতে ব্যবহারকারীর যাবতীয় তথ্য সুরক্ষিত থাকবে।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: