{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

অসুস্থ মসজিদের ঈমাম চাঁন মিয়ার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতাঃ শেরপুরের ঝিনাইগাতীতে আর্থিক সংকটে চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ মসজিদের ইমাম চাঁন মিয়া (৭৫)।  তিনি উপজেলার ধানশাইল ইউনিয়নের দাড়িয়ারপাড় জামে মসজিদের ইমাম ও উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। 

বর্তমানে তিনি হার্টের রোগে আক্রান্ত হয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় রয়েছে। ২ছেলে ২মেয়েসহ ৬ সদস্যের পরিবার চাঁন মিয়ার ২ ছেলে ১মেয়ে বিয়েসাদী করেছেন। ২ ছেলে দিনমজুর।

তাদের সংসারের বোঝা বহন করতে হিমশিম খেতে হয় তাঁদের। বাড়ি ভিটে ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই চাঁন মিয়ার। মসজিদের ‘ইমামতি’ করে ৩ হাজার টাকা পান চাঁন মিয়া। এ টাকা দিয়ে খেয়ে না খেয়ে চলে তার সংসার। তিনি দীর্ঘদিন থেকে হার্টের রোগে ভুগছেন। কিন্তু অর্থ সংকটের কারনে চিকিৎসা করাতে পারছেন না। গত ১১ নভেম্বর রাতে মসজিদে এশার নামাজের পর চাঁন মিয়া অজ্ঞান হয়ে পড়ে।

খবর পেয়ে ডেফলাই গ্রামের কাঠমিস্ত্রি মোশারফ হোসেন নামে এক যুবক তাকে দ্রæত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি ব্যক্তিগতভাবে তার চিকিৎসায় সহায়তা করে আসছেন। তবে তার পক্ষে পুরো ব্যয় ভার বহন করা সম্ভব নয়। আর্থিক সংকটের কারনে তার চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র পরিবারটি। বর্তমানে প্রতিদিন ২ হাজার টাকার ওষুধ দিতে হচ্ছে তার চিকিৎসার জন্য। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এ টাকা যোগানো সম্ভব হচ্ছে না।

তার চিকিৎসার ব্যয়ভার মিটাতে না পেরে পরিবারটি এখন দিশেহারা । ১৫ নভেম্বর সোমবার একদিনের চিকিৎসার ব্যয়ভার ২হাজার টাকা দিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। পরবর্তীতে চিকিৎসার ব্যয়ভার বহন করার সুযোগ নেই পরিবারের সদস্যদের।

তাই পরিবারের পক্ষ থেকে চাঁন মিয়ার স্ত্রী হামেদা বেগম তার স্বামীর জীবন বাঁচাতে প্রশাসনসহ সমাজের সকল বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানো ও ওই পরিবারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।‘ (০১৭৫৩৪০৭৯০৮) ’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন