{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

ঝিনাইগাতী সীমান্তে ফের বন্য হাতির তান্ডব, প্রানগেল কৃষকের

খোরশেদ আলম, ঝিনাইগাতী থেকেঃ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ফের শুরু হয়েছে বন্যহাতির তান্ডব। গতকয়েক দিন ধরে পাহাড়ি গ্রাম গুলোতে চলছে বন্যহাতির তান্ডব। উপুর্যপুরি বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত হয়ে পরেছে পাহাড়ি গ্রামবাসীরা।

ক্ষেতের পাকা ধান খায়ে সাবাড় করে দিচ্ছে বন্য হাতির দল। হাতি তাড়াতে গিয়ে আবুল কালাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আবুল কালাম উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের  মৃত আব্দুল কামারের ছেলে। ঘটনাটি ঘটে ৩ ডিসেম্বর শুক্রবার রাতে।

রাংটিয়া গ্রামের কৃষক ওয়াহে আলী,চাঁন মিয়া, খলিলুর রহমান, ফারুক মিয়া, সুরুজ পাগলা, নজরুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ৩০/৪০টি বন্যহাতির একটি দল গভীর অরন্য থেকে নেমে এসে কৃষকদের ক্ষেতের পাকা ধান সাবাড় করে দেয়। হেলাল নামে এক কৃষকের প্রায় ২৫ শতাংশ জমির পাকা ধান খেয়ে সাবাড় করে দেয়।

এসময় ক্ষেতের ফসল রক্ষার্থে মশাল জ্বালিয়ে কৃষকরা হাতি তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে বন্যহাতির দল উল্টো কৃষকদের ধাওয়া করে। বন্যহাতির ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় আবুুল কালাম মাটিতে লুটিয়ে পড়ে স্ট্রোক হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক-আল-মাসুদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। `রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ক্ষতিগ্রস্তরাা থানায় সাধারণ ডায়েরি করে জমা দিলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরন দেয়া হবে।'

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন