তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোন) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ২০জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,‘একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, আদিবাসী নেতা গিলবার্ট চিসিম প্রমুখ’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন