পূর্বধলায় শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমাজে শিশুদের অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে শিশু সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) উপজেলা সদরের এডিপি ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংস্থাটির সহযোগিতায় গড়ে ওঠা শিশু ফোরামের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে।
কর্মশালায় শিশু সাংবাদিকতা কি এবং এর গুরুত্ব ও সংবাদের উপাদান সম্পর্কে আলোচনা করেন পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনার প্রকাশক-সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা শফিকুল আলম শাহীন ও দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক।
একটি মন্তব্য পোস্ট করুন