একুশের চেতনা - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

একুশের চেতনা

হারুন: একুশ মানে শুধুই ভাষা আন্দোলনের ইতিহাস নয়, এটি বাঙালির জাতীয় চেতনার মূলমন্ত্র। এখানে ওতোপ্রোতভাবে মিশে আছে শিক্ষা, সমাজ, অর্থনীতির লড়াই। প্রতিটি গণ-আন্দোলনের চালিকাশক্তিই হলো একুশের চেতনা। 

যখন পূর্ব বাংলার অধিকারবঞ্চিত মানুষের কোন প্রেরণা ছিল না, তখন সাহস যুগিয়েছে ভাষা আন্দোলনের রক্তিম ইতিহাস। বায়ান্ন থেকে বাঙালিরা শিখেছে রক্ত ছাড়া অধিকার অর্জিত হয় না। যার অনুপ্রেরণায় ৬৬' এর ছয় দফা, ৬৯' এর গণঅভ্যুত্থান, পরিশেষে একাত্তরের যুদ্ধে নরপিশাচ পাকিস্তানিদের হারিয়ে পৃথিবীর মানচিত্রে নতুন দেশের নাম অঙ্কিত হয়েছে। `আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ'।

তবে আমরা কি পেয়েছি বায়ান্নর ভাষা আন্দোলন, মহান একুশের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দিতে। ক্রমেই কমছে বাংলা শিক্ষার গুরুত্ব, যোগ হচ্ছে বিদেশী সংস্কৃতির প্রভাব। `এখনই উপযুক্ত সময় একুশের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষায় প্রাণ রক্ষা করা। কেননা একুশ আমাদের গৌরব, আমাদের অহংকার, সর্ব কাজের প্রেরণা'।

কোন মন্তব্য নেই: