সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তাজ আলী (৫০) ও ফিরোজ মিয়ার (২১) দুই বাবা ছেলের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইন্তাজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও ফিরোজ মিয়া নিহত ইন্তাজ আলীর ছেলে। এলাকাবাসী জানায়, দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে সেচ পাম্পের ছিড়ে যাওয়া তার ছেলে ফিরোজ মিয়া মেরামত করতে গেলে বিদ্যুতের তারের সাথেজড়িয়ে পড়েন।

এ সময় ছেলেকে ধরা মাত্র বাবাও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা  বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই: